বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সোনালী ব্যাংকের নতুন জিএম মো. রেজাউল করিম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৭:৩৭ পিএম

সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার হিসেবে ব্যাংকের সর্ববৃহৎ শাখা স্থানীয় কার্যালয়ের প্রধান হিসেবে যোগদান করেছেন। পদোন্নতির পূর্বে তিনি একই শাখায় জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে অনার্স এবং ১৯৯৩ সালে মাষ্টার্সে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ন শাখা যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাখা, প্রিন্সিপাল অফিস প্রধান, প্রিন্সিপাল অফিস, বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা (সেন্ট্রাল), খুলনা জিএম অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। রেজাউল করিম বিভিন্ন সময় দেশও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন । তিনি বিভিন্ন সময়ে সোনালী ব্যাংকের শ্রেষ্ঠ শাখা প্রধান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন । মো. রেজাউল করিম ১৯৬৭ সালে কুমিল্লা জেলার হোমনা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন