শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুন্দরবনে জালে দৈত্যাকার মাছ! দাম ৩৭ লাখ টাকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২১, ৮:২০ পিএম

এবার ভারতের সুন্দরবনের মৎসজীবীদের জালে ধরা পড়ল বিশালাকারের তেলিয়া ভোলা মাছ। এক-দুই কেজি নয়, মাছটির ওজন ৭৮ কেজি ৪০০ গ্রাম। বিশাল এই মাছটিকে দেখতে ভিড় জমে যায় ক্যানিংয়ের আড়তে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী। প্রায় ৩৭ লাখ টাকায় বিক্রি হয়ে যায় মাছটি।
আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার সোনাগাঁ থেকে পাঁচ মৎস্যজীবী গিয়েছিলেন মাছ ধরতে। শনিবার সকালে কপুরা নদীর কাছে তেরো বাঁকির খালে জালে জড়ায় বিশাল মাছটি। সন্ধ্যায় ক্যানিংয়ের আড়তে সেটি বিক্রির জন্য আনেন তারা।
আড়তদার প্রভাত মণ্ডল বলেন, ‘‘এত বড় তেলিয়া ভোলা এর আগে ক্যানিং বাজারে আসেনি।’’ ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার শরীরের নানা অংশের কদর আছে বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। ৩৭ লক্ষ ৫৩ হাজার ৮১১ টাকায় বিক্রি হয়েছে মাছটি। সূত্র : আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন