শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অন্যের ধর্মানুভূতিতে আঘাত ইসলাম সমর্থন করে না

সুন্নি সম্মেলনে আল্লামা সাবির শাহ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ বলেছেন, সংখ্যাগুরু মুসলিম দেশে সংখ্যালঘু অমুসলিমরা মুসলমানদের কাছে আমানত স্বরূপ। অন্য ধর্ম বা যে কোনো ধর্মানুভূতিতে আঘাত করা ইসলাম কখনও সমর্থন করে না। নগরীর বায়েজিদে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৫তম আজিমুশশান সুন্নি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বৃহস্পতিবার রাতে বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আনজুমান এ- রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, জামেয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ। সুন্নাতের অনুসরণে ব্যবসা সর্বোত্তম আমল : নগরীর স্টেশন রোডস্থ ফলমন্ডীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পবিত্র খতমে বোখারী অনুষ্ঠান মুহাম্মদ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছোবহানীয়া আলীয়ার শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, মাওলানা সোলায়মান আনসারী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম, আল আমিন বারীয়া মাদরাসার প্রিন্সিপাল আল্লামা ইসমাইল নোমানী, আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী, মাওলানা কুতুব উদ্দিন আল আমিরী প্রমুখ। কাজী মঈনুদ্দীন আশরাফী বলেন, সুন্নাতে রাসূল (সা.)-এর অনুসরণে ব্যবসা সর্বোত্তম আমল। হক ব্যবসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন