শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক খুলে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

চাকরি হারানো এবং বেতন কেটে নেওয়ার প্রতিবাদে ইতালির জাতীয় এয়ারলাইন (আইটিএ) এয়ারওয়েসের অর্ধশত নারী কর্মী পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে রাস্তায় অভিনব প্রতিবাদ করেছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রোমের ক্যাম্পিডোগ্লিও স্কয়ারে আনুমানিক ৫০ জন নারী কর্মী শুক্রবার তাদের এয়ারলাইন্সের ইউনিফর্ম খুলে ঠায় দাঁড়িয়ে থাকেন। এ সময় তারা ‘উই আর আলইতালিয়া’ বলে স্লােগান দিতে থাকে। ফ্লাইট এটেনডেন্টদের ইউনিয়ন অভিযোগ করেছে, বেতন কাটা হয়েছে এবং তাদের অনেকে সিনিয়রিটি হারিয়েছেন। এভাবে চলতে থাকলে তাদের পক্ষে এয়ারলাইন্সটিতে কাজ করা সম্ভব হবে না বলেও জানান তারা। আলইতালিয়া তাদের কার্যক্রম বন্ধ করার পর এবং আইটিএ এয়ারওয়েজ ইতালিতে ন্যাশনাল ক্যারিয়ার হিসাবে স্থান নেওয়ার পর সংবাদটি প্রকাশ্যে আসে। জানা গেছে, আলইতালিয়ার সবাই নতুন এয়ারলাইনে কাজ পাননি। আইটিএ প্রেসিডেন্ট আলফ্রেডো আল্টাভিলা বলেছেন, সকল কর্মচারী তাদের চুক্তির শর্তাবলীতে একমত হয়েছে। তবে ধর্মঘটের হুমকি জাতীয় লজ্জার বিষয় বলে মনে করেন তিনি। দ্য হিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন