শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতকে হারানোর পর বাবরের লক্ষ্য বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ৯:২১ এএম | আপডেট : ১:০৭ পিএম, ২৫ অক্টোবর, ২০২১

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে প্রথম জয়, তাও দশ উইকেটের ব্যবধানে, এই জয় দলকে আত্মবিশ্বাসী করে তুলবে, সেটা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই বলেছিলেন বাবর। সেটা ধরে রাখার তাগিদ দিলেন সতীর্থদের। পাক দলনায়ক বলেন, ‘আমাদের এই মোমেন্টাম ধরে রাখতে হবে। টুর্নামেন্ট এই মাত্র শুরু। সামনে অনেক ম্যাচ রয়েছে। কোনও সময়েই যেন আমাদের লক্ষ্যটা সরে না যায়। এটা আমাদের বদভ্যাস। আমাদেরকেই সেটা বদলাতে হবে। ধীরে ধীরে ছবিটা বদলাচ্ছে। তাই সবাইকে বলছি, বাড়তি উত্তেজিত হওয়ার কিছু নেই।’

বিশ্বজয়ী ইমরান খান তা করে দেখাতে পারেননি; পারেননি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শহিদ আফ্রিদিও। সে অভূতপূর্ব কীর্তিটাই গড়ে ফেলেছেন বাবর আজম। প্রথম পাক অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ভারতকে হারানোর নজির গড়েছেন তিনি।

তবে পাকিস্তান অধিনায়ক এখানেই থামতে চান না। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের ধারা কাটিয়ে উঠেও উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন বাবর। বরং তাঁর পা রয়েছে মাটিতেই। সেটা বোঝা গেল ম্যাচের পর সতীর্থদের উদ্দেশ্যে দেওয়া তাঁর বক্তব্যেই। সতীর্থদের মনে করিয়ে দিলেন, শুধু ভারতকে হারালেই চলবে না, বিশ্বকাপটাও যে জিততে হবে দলকে!

ম্যাচের পর সতীর্থদের উদ্দেশে বাবর বলেন, ‘দলগত পারফর্ম্যান্সে ভর করে আমরা ম্যাচ জিতেছি। এই বিষয়টা কোনোভাবেই ছাড়লে চলবে না। উপভোগ করো, তবে উচ্ছ্বাসে ভেসে যেও না। এই ম্যাচটা এখন অতীত। সবাই মিলে উপভোগ করব, সেটা কাপ জেতার পর। আমাদের লক্ষ্য একটাই, বিশ্বকাপ।’

বাবর সেখানে আরও যোগ করলেন, ‘কোনও সময়েই আমাদের যেন গা ছাড়া মনোভাব দেখা না দেয়। যারই বোলিং আসুক, ব্যাটিং আসুক বা ফিল্ডিং, ১০০ শতাংশ দিতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD Akkas ২৫ অক্টোবর, ২০২১, ৩:১২ পিএম says : 0
Thanks for my leader of Pakistan cricket leg
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন