বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অমিত শাহর সফরের মধ্যেই কাশ্মিরে পুলিশের ঠাণ্ডা মাথায় খুন, নিহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ৯:২৫ এএম

ভারত অধিকৃত কাশ্মীরে চলমান অস্থিরতার মধ্যেই দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মির সফর করছেন। তার সফর চলাকালেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক বেসামরিক মুসলিম তরুণ।

গতকাল রোববার (২৪ অক্টোবর) উপত্যকার সোপিয়ান এলাকায় নিরাপত্তা বাহিনী এবং সন্দেহভাজন অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলি চলাকালে ক্রসফায়ারে মারা যান ঐ তরুণ। এই হত্যাকাণ্ডকে ঠাণ্ডা মাথার খুন হিসেবে আখ্যা দিচ্ছে নিহতের পরিবার। ১৯ বছর বয়সী শহিদ আহমেদ ছিলেন শিক্ষার্থী।
আপেল সংগ্রহের জন্য সে এক সপ্তাহ ধরে সোপিয়ানে ছিল। পরিবারের অভিযোগ, নিহত আহমেদের লাশও পরিবারকে দেয়া হচ্ছে না। তারা আশঙ্কা করছেন, না জানিয়েই অজ্ঞাত কোনো স্থানে কবর দেয়া হবে তাকে। এ নিয়ে অক্টোবর মাসেই ১২ বেসামরিককে হত্যা করা হলো।
প্রসঙ্গত, রোববারই অমিত শাহ জানিয়েছেন, আসন পুনর্বিন্যাস এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারলে জম্মু-কাশ্মিরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে। সূত্র : এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মোহাম্মদ দলিলুর রহমান ২৫ অক্টোবর, ২০২১, ৯:৩৯ এএম says : 0
কাশ্মীরের জনগণের হাতে অস্ত্র দেওয়ার কি কোনও রাষ্ট্র নেই,কোথায় পাকিস্তান কোথায় ইরান পাকিস্তান তুরস্ক আফগানিস্তান এদের কাছে অস্ত্র আছে এরা একটু সাহায্য করলেই সমাধান হয়ে যাবে।
Total Reply(0)
মোহাম্মদ দলিলুর রহমান ২৫ অক্টোবর, ২০২১, ১:১৭ পিএম says : 0
কাশ্মীরের জনগণের হাতে অস্ত্র দেওয়ার কি কোনও রাষ্ট্র নেই,কোথায় পাকিস্তান কোথায় ইরান পাকিস্তান তুরস্ক আফগানিস্তান এদের কাছে অস্ত্র আছে এরা একটু সাহায্য করলেই সমাধান হয়ে যাবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন