সাতক্ষীরা সীমান্তে তিনজন ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন সোমবার (২৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বার্তায় জানান রোববার বিকালে কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া সীমান্ত এলাকা থেকে তিন দুই নারীসহ তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। এরা সবাই বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।
আটককৃতরা হলেন-ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার বড়বামুনিয়া গ্রামের শেখ আব্দুল নইমের ছেলে শেখ আব্দুল আরিফ (৫২), তার স্ত্রী ফজিলা বিবি (৪৫) ও মেয়ে রুম্পা খাতুন (১৫)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন