শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

যশোরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২১, ৭:৪৬ পিএম

এলপি গ্যাস, পেয়াজ, চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) প্রেসক্লাব যশোরের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশুতোষ বিশ্বাসের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ছাড়ায় পথ চারীরা অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে।
মানুষ সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। নুন আনতে পানতে ফুরানোর অবস্থা হয়েছে। এ অবস্থায় দ্রব্য মূল্যের এ উর্ধ্বগতি কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য মানববন্ধন থেকে আহবান জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন