মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথমবারের মতো হেরেছে ভারত, আগে ব্যাট করে ১৫১ রান তুলেও বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের কাছে পাত্তাই পায়নি বিরাট কোহলিরা। হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
ভারতের মতো বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি রোহিত শর্মারও, পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে শ‚ন্য হাতেই ফিরেন তিনি। এই ম্যাচে ব্যর্থ হলেও ভারতীয় দলে রোহিতের জায়গা নিয়ে প্রশ্ন তোলার কোন সুযোগই নেই।
তবে সেই কাজটাই করার চেষ্টা করেছেন পাকিস্তানি এক সাংবাদিক। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়কের কাছে জানতে চান, রোহিতের চেয়ে ঈশান কিশানকে খেলানো ভালো হতো কি না। সেই সাংবাদিক কোহলিকে প্রশ্ন করেন, ‘প্রস্তুতি ম্যাচগুলোতে ইশান কিশান খুব ভালো খেলেছেন। আপনি কি মনে করেন, তিনি (একাদশে) রোহিত শর্মার থেকে ভালো (পছন্দ) হতে পারতেন?’
এমন প্রশ্ন আসতে স্বাভাবিকভাবেই কল্পনাও করেননি কোহলি, কারণ বেশ কয়েক বছর ধরেই সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মা। যে কারণে পাকিস্তানি সেই সাংবাদিককে উল্টো প্রশ্ন ছুড়ে কোহলি বলেন, ‘আপনি কি মনে করেন জনাব? আমি যে দল খেলিয়েছি, মনে করেছি, এটাই সেরা। আপনার মত কি?’
এরপর ক্ষিপ্ত কোহলি পাকিস্তানি সেই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি বিতর্ক চাইলে আগে থেকে বলবেন, সেই মতো তৈরি হয়ে আসবো। রোহিত আগের ম্যাচে কী খেলেছে দেখেছেন? আপনি বলুন কাকে নামানো উচিত?’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
নওরিন ২৬ অক্টোবর, ২০২১, ৩:২২ এএম says : 0
এরকম হারের পর কার মাথা ঠিক থাকে ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন