বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইতিহাস তৈরির মিশনে সফল পাকিস্তান

‘তোমাদের জন্য দেশ গর্বিত’ : ইমরান খান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

ভারতের বিপক্ষে বিশ্বকাপে বহু আরাধ্য সেই জয় পেল পাকিস্তান। গতপরশু টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।
ম্যাচের শেষে কীভাবে ভারতকে হারানোর পরিকল্পনা করেছেন, তা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অনায়াস জয় নিশ্চিত করা উদ্বোধনী জুটি নিয়ে বলেছেন, ‘ওপেনার হিসেবে আমরা খুব সাধারণভাবে ব্যাট করে একটা বড় জুটি গড়তে চেয়েছি। যত সময় যাচ্ছিল, ব্যাটিং করা তত সহজ হয়ে যাচ্ছিল। ফলে আমরা ম্যাচের শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছিলাম এবং সেটা আমরা করেছিও। ভারতকে হারিয়েছি বলেই যে বাকি টুর্নামেন্ট আমাদের জন্য সহজ হয়ে যাবে, বিষয়টি মোটেও এমন নয়। তবে এই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সামনের ম্যাচগুলোতে আমাদের অনেক সাহায্য করবে।’
এখনো এই টুর্নামেন্টের অনেক খেলা বাকি।’
ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাকিস্তানের রেকর্ড খুব খারাপই ছিল। ১২ ম্যাচের সব কটিতেই হারার রেকর্ড নিয়ে কাল মাঠে নেমেছিল পাকিস্তান। কিন্তু খেলার আগে অতীত ইতিহাস মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছিলেন বলে জানান বাবর, ‘আমরা খুব ভালোভাবে এই ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছিলাম এবং অতীতের রেকর্ড নিয়ে কোনো চিন্তাই করিনি। ইতিহাস তৈরির জন্যই আমরা আমাদের অনুশীলন, বিশ্বকাপের আগের প্রস্তুতি ম্যাচ এবং ঘরোয়া লিগ থেকে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি।’
এ জয়ের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা আদায় করে নিলেন বাবর আজমরা। ১০ উইকেটের জয় শেষ হতেই বাবর আজম, রিজওয়ানদের অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটারে পাকিস্তান ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে ইমরান লিখেছেন, ‘পাকিস্তানের গোটা দলকে অভিনন্দন। বিশেষত, বাবর আজম, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’
ইমরানের অভিনন্দন-বার্তায় রিজওয়ানের পাশাপাশি উঠে এসেছে শাহিন আফ্রিদির কথাও। রিজওয়ান এবং শাহিনের ‘অসাধারণ পারফরম্যান্স’-এর উল্লেখও করেছেন ইমরান, ‘দেশ তোমাদের সকলের জন্য গর্বিত!’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন