বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আপিল বিভাগের আদেশ আজ

রাজারবাগ পীরের আবেদনের ওপর শুনানি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

রাজারবাগ দরবার শরীফের সব সম্পদ তদন্তে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিষয়ে আদেশ আজ (মঙ্গলবার)। গতকাল সোমবার আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগীয় বেঞ্চ এ তারিখ ধার্য করেন। রাজারবাগ পীরের পক্ষে শুনানি করেন এডভোকেট মুরাদ রেজা। রিটকারীদের পক্ষে শুনানি করেন এডভোকেট জেড আই খান পান্না ও এডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ১১ অক্টোবর রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের বিষয়ে তদন্ত করতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাজারবাগ পীরের আবেদন নামঞ্জুর করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার কোর্ট।
গত ১৯ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফের সব সম্পদের বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই তদন্ত করতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া তাদের কোনো জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কি না তা তদন্ত করতে কাউন্টার টেররিজম ইউনিটকে বলা হয়েছে। একইসঙ্গে আবেদনকারীদের মামলা প্রতারণামূলক কি না, সিআইডিকে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রাজারবাগের পীর দিল্লুর রহমান আবেদন করেন। গত ১৬ সেপ্টেম্বর রাজারবাগ পীর ও তার চক্র কর্তৃক দেশব্যাপি দায়ের করা গায়েবি মামলার তদন্ত চেয়ে রিট করে ভুক্তভোগী ৮ পরিবার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন