শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় একজনের মৃত্যু সিলেটে, শনাক্ত ৩ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ১২:৫৮ পিএম

গত ২৪ ঘণ্টায় ৭৭৩টি নমুনা পরীক্ষা করে নতুন ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে সিলেট বিভাগে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৩৯ শতাংশ। এক্ই সময়ে করোনায় কেড়েছে একজনের প্রাণ। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক এক প্রতিবেদন বলা হয়, করেনা শনাক্ত হয়েছে সিলেটে ১ ও মৌলভীবাজারে ২ জনের। সুনামগঞ্জ ও হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত হয়নি গত ২৪ ঘণ্টায়। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮২৬ জনে। এর মধ্যে সিলেট ২৮ হাজার ৯৩৩ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ এবং ৮ হাজার ১৫৮ জন রয়েছেন মৌলভীবাজারে। এদিকে বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৪ জন। এর মধ্যে সিলেট ৮৬৩ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং ৭২ জন রয়েছেন মৌলভীবাজারে। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন