বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেত্রকোনা জেলা ছাত্রদলের নতুন কমিটি ১০ জনের পদত্যাগের ঘোষণা

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

দীর্ঘ ১৪ বছর পর কাউন্সিল না করেই গত ১৩ অক্টোবর রাতে কেন্দ্র থেকে ফরিদ হোসেন বাবুকে সভাপতি ও অনিক মাহবুব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা নতুন ঘোষিত কমিটিকে সাধুবাদ জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানালেও অপরাংশের নেতাকর্মীরা একে পকেট কমিটি আখ্যাদিয়ে ১৬ জনের মধ্যে ১০ জন কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। নতুন ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা গত শুক্রবার জেলা শহরে আনন্দ মিছিল বের করে। দীর্ঘদিন পর প্রকৃত ছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে। নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের মেধা মননশীলতাকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি রাজপথের চলমান আন্দোলন আরো বেগবান করতে পারবেন। অপরদিকে গত শুক্রবার সন্ধ্যার দিকে জেলা শহরের কুরপাড় এলাকায় এক সংবাদ সম্মেলনে নবঘোষিত জেলা কমিটির ১৬ জনের মধ্যে ১০ জন পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা সারোয়ার আলম এলিন বলেন, ‘কমিটিতে আমাকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে। কিন্তু ছাত্রদলের এ ধরনের পকেট কমিটির পদ আমি চাই না। দীর্ঘ সময় ধরে যারা রাজপথের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় পুলিশি নির্যাতন ও ক্ষমতাসীন দলের হামলা-মামলা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তারা আজ কমিটিতে স্থান পায়নি। সহ-সভাপতি তৌফিক হাসান খান মিল্কি ও রায়হান ফারাস বাপ্পী সংবাদ সম্মেলনে বলেন, এক যুগ আগে জেলা কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের চরম উদাসীনতার কারণে এতদিন কমিটি ঘোষিত হয়নি। কোন প্রকার কাউন্সিল বা তৃণমূলের নেতাকর্মীদের মতামত না নিয়ে এতদিন পর কমিটি ঘোষণা করায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা এই কমিটিতে স্থান পায়নি। এই কমিটি দিয়ে আর যাই হোক রাজপথ গরম করা যাবে না। তাই বাধ্য হয়ে এই কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন