বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একসময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনাজ এখন নীরবে-নিভৃতে জীবনযাপন করছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

এক সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনাজ দীর্ঘদিন থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন না। কেউ তার তেমন খোঁজ-খবরও পান না। নিজ থেকে চলচ্চিত্রের কারো সাথে যোগাযোগও করছেন না। প্রায় ২০ বছর ধরে চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। অঘোষিতভাবেই চলচ্চিত্রকে বিদায় জানিয়েছেন। তবে বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকাতেই থাকেন শাহনাজ। বিয়ে করে সংসারী হয়েছেন। মন দিয়েছেন ধর্ম কর্মে। বাইরে খুব একটা যান না। গেলেও বোরখা পরে বের হন। জীবন থেকে রঙিন দুনিয়ার সবকিছুই মুছে দিয়েছেন তিনি। চেষ্টা করেছেন আলোচনাহীন সাদামাটা এক জীবনে নিজেকে আবদ্ধ রাখতে। তবে চলচ্চিত্রে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দেয়া এই নায়িকাকে তার ভক্তরা স্মরণ করেন। সালমান শাহ থেকে শুরু করে মান্নার সাথে রয়েছে তার অনেক দর্শকপ্রিয় সিনেমা। এসব সিনেমা এখনো টেলিভিশনে দেখা যায়। কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুরের মেয়ে শাহনাজ। তার জন্ম ১৫ জুন ১৯৬৯। পারিবারিক নাম ফাতেমা আক্তার রিতা। স্থানীয় কালিয়াচাপড়া সুগারমিল হাই স্কুল থেকে ১৯৮৬ সালে এসএসসি এবং কিশোরগঞ্জের মহিলা কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি পাশ করেন। ১৯৯২ সালে পরিচালক চাষী হুমায়ুন কবিরের ‘পদ্মার চর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। তারপর থেকে একের পর এক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে জ্যোতি, পদ্মার চর, সত্যের মৃত্যু নেই, দেশের মাটি, মায়ের কসম, বিদ্রোহী কন্যা, বিদ্রোহী সন্তান, দুরন্ত প্রেমিক, আশার প্রদীপ, আত্মত্যাগ, বাংলার মা, মহৎ ইত্যাদি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন