শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একই দিনে একাধিক নিয়োগ পরীক্ষা কাম্য নয়

মো. আশরাফুল ইসলাম | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০৪ এএম

করোনা মহামারি কারণে দীর্ঘদিন যাবত নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় তড়িঘড়ি করে একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে বিপাকে পড়েছে সরকারি চাকরিপ্রত্যাশী বেকার যুবক-যুবতীরা। একই দিনে, একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা থাকায় তারা কোনটা রেখে কোন পরীক্ষাটা দেবে তা নিয়ে বেশ দ্বিধা-দ্বন্দ্বে পড়ছে। গত কয়েক সপ্তাহ যাবত একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে দেখা যাচ্ছে যে, একজন আবেদনকারীর একাধিক নিয়োগ পরীক্ষা থাকলেও তাকে বাধ্য হয়ে যেকোনো একটি নিয়োগ পরীক্ষায় বসতে হচ্ছে। সব পরীক্ষা দিতে না পারায় বেকারদের চাকরির সুযোগ সংকুচিত হচ্ছে। পাশাপাশি অনেক টাকা-পয়সাও গচ্ছা যাচ্ছে। একজন প্রার্থী ভালো একটি চাকরি পাওয়ার আশায় একাধিক প্রতিষ্ঠানে আবেদন করে থাকেন। প্রতিষ্ঠানভেদে দ্বিতীয় ও প্রথম শ্রেণির একেকটি পদে আবেদন ফি বাবদ ৫০০-১০০০ টাকা নেয়া হয়। এতো টাকা-পয়সা দিয়ে আবেদন করেও যখন পরীক্ষা দিতে পারে না, তখন তার দুঃখ-কষ্টের সীমা থাকে না।

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন