শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এনএসজি’তে ভারতের সদস্য হবার ব্যাপারে আবারো আপত্তি জানালো চীন

পাকিস্তানকে গ্রুপের সদস্যপদ না দিলে ভারতকেও দেয়া যাবে না : ইসলামাবাদ

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গোয়ায় ব্রিকস সম্মেলনের আগে পরমাণু সরবরাহ গ্রুপের (এনএসজি) সদস্য হতে ভারতের প্রবেশের ব্যাপারটি চীন খোলাসা করেছে। ভারতের এনএসজিতে প্রবেশের ব্যাপারে আবারো আপত্তি জানিয়েছে চীন। এর আগে পাকিস্তান দাবি করেছিল, তাদের ওই গ্রুপের সদস্যপদ না দিলে ভারতকেও দেয়া যাবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী গত শুক্রবার বলেন, কয়েকটি দেশ ভারতের ব্যাপারে আপত্তি জানানোর কারণে তারা ভারতকে সদস্যপদ দেয়ার ব্যাপারে সম্মত হতে পারছে না। তিনি বলেন, ভারতের ব্যাপারে সবাই একমত না হলে চীন দিল্লির দাবি মেনে নিতে পারছে না। ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে চীন, ব্রাজিল, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা। এর আগে দু’দেশের সম্পর্কের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলিতে চীন-ভারত সম্পর্কে বিরাট অগ্রগতি হয়েছে। ভারতের এনএসজিতে ঢোকার ব্যাপারেও চীনের অবস্থানে কোনও বদল হয়নি বলে জানান তিনি। গত মাসে চীনা সহকারী পররাষ্ট্রমন্ত্রী লি বাওডং ৪৮ সদস্যের এ গোষ্ঠীতে নতুন সদস্য নেওয়ার ব্যাপারে ঐকমত্য হওয়ার ওপর জোর দিয়েছিলেন। গেং বলেন, চীন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ধারাটি ইতিবাচক, দু’দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে সহযোগিতাই বেশি। তিনি আশা প্রকাশ করেন, দুটি দেশ কিছু বিতর্ক, বিরোধ নিয়ে মতামত বিনিময় করতে, সমাধান খুঁজতে আলোচনা, সহযোগিতা চালিয়ে যেতে পারে। এদিকে এরমধ্যেই চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় অধীনস্থ এক গবেষণা সংস্থার ডিরেক্টর, চীনা বিশেষজ্ঞ হু শিসেং জানিয়েছেন, ভারত পাকিস্তানকে কোণঠাসা, বিচ্ছিন্ন করে দিলে পাক-অধিকৃত কাশ্মীরের মধ্যদিয়ে যাওয়া ৪৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের চীন-পাক অর্থনৈতিক করিডরের নির্মাণ কাজে গতি বাড়িয়ে দিতে পারে চীন। এক্সপ্রেস ট্রিবিউন, এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন