সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইভটিজিংয়ের দায়ে কলেজ ছাত্রের ১৫ দিনের কারাদন্ড

প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শুক্রবার রাত ১০টায় ইভটিজিংয়ের অভিযোগে এক কলেজ ছাত্রকে ১৫ দিনের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের চর-সতিপুরী গ্রামের মুরগী ব্যবসায়ী আব্দুর রশিদের পুত্র, ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ জাহেদুল ইসলাম একই উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতেরছড়া গ্রামের মৃত গোলজার হোসেনের কন্যা, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীকে প্রায় সময় উত্ত্যক্ত করতো। এ ঘটনায় ঐ ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ভুরুঙ্গামারী থানা পুলিশ বখাটে জাহেদুলকে গ্রেফতার করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলামের কক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৮৬০ সালের দঃবিঃ ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে। পরে পুলিশ গ্রেফতারকৃত জাহেদুলকে জেলহাজতে প্রেরণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন