শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশের ‘ঘরের কন্ডিশন’ চ্যালেঞ্জ দেখছে ইংল্যান্ডও

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম | আপডেট : ৯:১৬ পিএম, ২৭ অক্টোবর, ২০২১

শ্রীলঙ্কার কাছে হেরে সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ দল আছে নানামুখী চাপে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। শক্তির তারতম্যের সঙ্গে দুই দলের দুই বিপরীতধর্মী অবস্থানেও বাংলাদেশের সম্ভাবনা কম থাকার কথা। তবে ইংল্যান্ডের ওপেনার জস বাটলার মনে করছেন, কন্ডিশন বিচারে তাদের জন্য আসলে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।
আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় আবুধাবিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবারই প্রথম দেখা হতে যাচ্ছে দুদলের। তার আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশকে ভীষণ সমীহ করার কথা জানালেন কিপার-ব্যাটসম্যান বাটলার, ‘বাংলাদেশ সাধারণত স্পিন নির্ভর দল। ওরা অনেক বেশি ফিঙ্গার স্পিনার খেলায়। সাকিব আল হাসান যেমন অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ওদের ব্যাটসম্যানরা স্কয়ার অব দ্য উইকেটে খুব শক্তিশালী। সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা অনেকদিন ধরে খেলছে। মুস্তাফিজুর তার বাঁহাতি পেস বোলিং আর সেøায়ার বলের কারণে বেশ কার্যকরী। দলটায় অনেক ম্যাচ জেতানো ক্রিকেটার আছে। দলটা শক্তিশালী। গত কয়েক বছর ওরা অনেক সাফল্য পেয়েছে, বিশেষ করে ঘরের মাঠে। এখন যে ধরনের কন্ডিশন থাকবে সেটার সঙ্গে ওরা পরিচিত থাকার কথা। আমরা কঠিন চ্যালেঞ্জই প্রত্যাশা করছি।’
আবুধাবির উইকেটে অনেক সময়ই স্পিনাররা কার্যকর ভ‚মিকা রাখেন। মাঠ আকারে বড় হওয়ায় স্পিনারদের বলে বাউন্ডারি মারা খুব সহজ না, বছরের এই সময়টায় আবুধাবির কন্ডিশনকে অনেকটা বাংলাদেশের অনুক‚লে মনে হচ্ছে তার, ‘আমি বাংলাদেশের সেরা পারফরম্যান্সটাই প্রত্যাশা করছি। ওরা ঘরের মাঠে খুবই ভালো দল। এখানকার কন্ডিশন অনেকটা তাদের ঘরের মাঠের মতোই। সেদিক থেকে আমি কঠিন চ্যালেঞ্জই প্রত্যাশা করছি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন