মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমবঙ্গে ফের নিষিদ্ধ হলো পান-মশলাসহ তামাকজাত দ্রব্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ২:৫৭ পিএম

ক্ষতিকর তামাকজাত দ্রব্যের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আগামী ৭ নভেম্বর থেকে পরবর্তী এক বছরের জন্য এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের ‘কমিশনার অব ফুড সেফটি’ নিষেধাজ্ঞা জারি করেছে।

পশ্চিমবঙ্গের প্রধান সচিবালয় নবান্নের পক্ষ থেকে জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, গুটখা ও বিভিন্ন রকম পানমশলা, যার মধ্যে নিকোটিন বা তামাকজাত উপাদান রয়েছে, এগুলো মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। পশ্চিমবঙ্গে এগুলোর বিক্রি নিষিদ্ধ করা হলো।

ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, এক বছর এ নিষেধাজ্ঞা জারি থাকবে। কেউ নির্দেশ অমান্য করলে আইন অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নিষেধাজ্ঞার মেয়াদ এক বছরের জন্য হলেও প্রতি বছর তা নবায়ন করার ফলে এটি চিরস্থায়ী হতে পারে।

এর আগে ২০১৩ সালে গুটখা ও তামাকজাত দ্রব্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার। এরপর থেকে বিভিন্ন সময় এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।

উল্লেখ্য, ২০১২ সালে ভারতের সুপ্রিম কোর্টের এক নির্দেশে দেশটির খাদ্যগুণ ও সুরক্ষা নিয়ামক কর্তৃপক্ষ সারাদেশে গুটখা নিষিদ্ধ ঘোষণা করেছিল। মধ্যপ্রদেশ প্রথম সে নিষেধাজ্ঞা বলবৎ করে। এরপর একে একে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র, কেরল, উত্তরপ্রদেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়। সূত্র : ইন্ডিয়া টাইমস, এনডিটিভি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২৭ অক্টোবর, ২০২১, ৪:৩৮ পিএম says : 0
Non-Muslim know the impact of tobacco product but we claim muslim but we use all tobacco product like Cigarettes, Bidi, Zarda and Gul. All the non-muslim scientist gave a verdict unanimously that tobacco is the Mother of all Drug. Nearly 20 years ago i read a research report that all muslim around the world they smoke perday 800 millions of dollars and from out of 800 millions dollar every day Isreal get 9.6 million dollars and with this money Israel is ousting, killing, arresting raping our muslims brothers and sisters. One of the muslim reporter ask Inidan defence minister that you deployed battle ready nearly 700 thousands of troops in Kashmir, India is a poor country but how did you support the daily expenses of all the troops in Kashmir, the defence minister replied that you muslims give us millions of dollars, the reporter was surprised and ask him how come, the defence minister said all the muslim populated countries around the world they watch our Movies, listen music. O'Muslim shame on us.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন