শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

জাতীয় ঈদগাহে বাসেত মজুমদারের জানাজা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ৩:৫৬ পিএম

‘গরিবের আইনজীবী’ খ্যাত বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক বিশিষ্ট আইনজীবী আব্দুল বাসেত মজুমদারের নামাজে জানাজা জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

কয়েক হাজার আইনজীবী, বিপুল সংখ্যক রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং শুভাকাঙ্খীদের ব্যাপক উপস্থিতির কারণে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জানাজায় স্থান সংকুলান না হওয়ায় তা জাতীয় ঈদগাহে স্থানান্তর করা হয়। সেখানে বেলা আড়াইটায় বাসেত মজুমদারের জানাজা অনুষ্ঠিত হয়।

বাসেত মজুমদার আজ সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মজুমদারের মৃত্যুতে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

বাসেত মজুমদার আইনজীবীদের মাঝে ভীষণ জনপ্রিয় নেতা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন