মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে ঋণ বিডি ফাইন্যান্সের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ৫:৪৩ পিএম

‘কোভিড-১৯’ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট (সিইসিআরএফপি)’ এর আওতায় ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের মাত্র ৪ শতাংশ সুদে ঋণ সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সের মধ্যে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কোভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্ট-সিইসিআরএফপি’র পরিচালক ও মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াহাব এবং বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমদাদুল হক, বাংলাদেশ ফাইন্যান্সের এসএমই প্রধান মোহাম্মদ কোহিনুর হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন