শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কীর্তনখোলায় কলাগাছের ভেলায় জলবায়ু উদ্বাস্তুদের প্রতীকী যাত্রা

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

কলাগাছের ভেলায় চড়ে কীর্তনখোলা নদীতে অজানার উদ্দেশে প্রতীকী যাত্রা করেছে কয়েকটি জলবায়ু উদ্বাস্তু পরিবার। ছোট ভেলায় তারা তুলে নিয়েছে ছাগল-হাঁস-মুরগি ও যৎসামান্য সম্বল। তাদের হাতে থাকা প্লাকার্ডে সেøাগান লেখা ছিল- ‘আমাদেরকে জলবায়ু উদ্বাস্তু হিসাবে স্বীকৃতি দাও’। এসময় সমব্যথীরা নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করছে।

গতকাল বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পামেরহাট সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে এমন ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচি পালন করে কিছু পরিবার। জাতিসংঘ আয়োজিত আসন্ন জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের কাছে কার্বন নির্গমন কমানোর দাবিতে উন্নয়ন সংস্থা প্রান্তজন, বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডব্লিউডিইডি) ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
উদ্বাস্তু যাত্রায় বক্তারা অবিলম্বে কয়লাসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা, উন্নত বিশ্বের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার জন্য বাংলাদেশকে সহায়তা করা, ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিতের দাবি জানায়।
প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহজাদা বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুসারে ইতোমধ্যে বায়ুমন্ডলে কার্বনের ঘনত্ব পৃথিবীর সহনক্ষমতা ছাড়িয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে প্রতিবছর বাংলাদেশে ৫ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততায় প্রতিদিন হাজার হাজার মানুষ নিঃস্ব হচ্ছে।
প্রতীকী উদ্বাস্তু যাত্রা সমাবেশে বক্তব্য রাখেনÑ মো. সাইফুল ইসলাম মনির, সফিকুর রহমান, বাদল খলিফা, শুকতারা বেগম, নিজাম খলিফা, জালাল হাওলাদার, বাবুল হাওলাদার, আল-আমিন হাওলাদার, সোহেল সিকদার, রিয়াজ হাওলাদার, মনির হাওলাদার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন