শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেরপুরের কৃষি পুনর্বাসন সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন

ঝিনাইহাতী, ( শেরপুর ) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ৫:০৩ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে রবি/২০২১-২২ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিনাইগাতীর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিসের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে প্রণোদনার বীজ ও সার বিতরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন। বিনামূল্যে সরকারী কৃষি প্রণোদনার সঠিক ব্যবহার বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) হুমায়ুন কবির। অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী সভায় উপ-সহকারী কর্মকর্তাগণ ও এলাকার কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কার্যক্রমের আওতায় ঝিনাইগাতীতে ৩ হাজার কৃষককে কৃষি প্রণোদনার বীজ ও সার প্রদান করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন