বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ওজনে কম দেয়ায় জরিমানা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ১১:০৯ পিএম

পটুয়াখালীতে র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদফতরের যৌথ অভিযানে ওজনে কম দেয়ায় পায়রা অয়েলস লিমিটেড নামের একটি পেট্রোল পাম্পের মালিক আলতাফ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহর সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় অবস্থিত পায়রা অয়েলস লিমিটেড অভিযান চালিয়ে ওজনে তেল কম দেয়ার এ জরিমানা করা হয়।
র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. শহিদুল ইসলাম, লে. কমান্ডার, বিএন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান পরিচালনাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫/৪৮ ধারা মোতাবেক পেট্রোল পাম্প মালিককে অর্থদÐ প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shah ২৮ অক্টোবর, ২০২১, ১১:১৭ পিএম says : 0
ওজনে কম দেয়া ইসলামের দৃষ্টিতে অনেক বড় অপরাধ । আমেরিকাতে ভয়ংকর শাস্তিযোগ্য অপরাধ ।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন