শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলা খাওয়ার অপরাধে বহিষ্কার হচ্ছে শরণার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

তুরস্কে কলা খেয়ে ভিডিও প্রকাশ করেছে সাত শরণার্থী। এ অভিযোগে তাদের আটক করেছে তুরস্ক পুলিশ। কলা খেয়ে ভিডিও প্রকাশের অভিযোগে তাদের বহিষ্কার করা হবে বলেও ঘোষণা করেছে দেশটি। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের অভিবাসন অধিদপ্তর জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ায় ‘প্রচণ্ড ক্ষোভ’ তৈরি হয়েছে তুর্কি জনগণের মধ্যে। তাদের দাবি, তুরস্কের মুদ্রার মান পড়ে যাওয়ায় জনগণ যে তীব্র অর্থনৈতিক চাপে পড়েছেন, তাকে বিদ্রুপ করতে ওই ভিডিও ছড়ানো হয়েছে। দেশটির অভিবাসন অধিদপ্তর বৃহস্পতিবার রাতে ঘোষণা করে, আটক সাত শরণার্থীকে বহিষ্কার করে তাদের সিরিয়ায় ফেরত পাঠানো হবে। লিরার মুদ্রামানের পতন ও তীব্র মূল্যস্ফীতির কারণে তুরস্কের জনগণের মধ্যে সাম্প্রতিক সময়ে প্রচণ্ড শরণার্থীবিরোধী জনমত গড়ে উঠেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্কে এখন প্রায় ৫০ লাখ শরণার্থী আছে। তাদের বেশিরভাগই সিরিয়ার যুদ্ধ থেকে পালিয়ে এসেছে। সিরিয়ার শরণার্থীদের তোলা ভিডিওটি আপলোড করা হয় ১৭ অক্টোবর। আল-মনিটর, জেরুজালেম পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন