বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডেল্টায় আক্রান্তরা টিকা নেওয়ার পরও করোনা ছড়াতে পারেন

ব্রিটিশ গবেষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তরা টিকা নেওয়ার পরও পরিবারের সদস্যদের মধ্যে সহজেই সংক্রমণ ছড়াতে পারেন। ব্রিটিশ এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ২৮ অক্টোবর প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে জানানো হয়, তবে পরিবারের সদস্যরা টিকা নেওয়া থাকলে তাদের মধ্যে সংক্রমণ বিস্তারের সম্ভাবনা কম থাকে। গতকাল শুক্রবার ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের করা ওই গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে যে, কীভাবে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট।
তবে গবেষকরা জানান, এ ক্ষেত্রে টিকা গ্রহণকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। টিকা নেওয়া ব্যক্তিরা সাধারণত গুরুতর অসুস্থ হন না। তবে তাদের বুস্টার ডোজের প্রয়োজনীয়তা আছে।
গবেষণায় পাওয়া গেছে, টিকা নেওয়া ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠেন এবং টিকা না নেওয়া ব্যক্তিরা একটু বেশি ঝুঁকিতে থাকেন।

গবেষণার সহ-প্রধান লেখক ড. আনিকা সিঙ্গানায়াগাম বলেন, আমরা দেখেছি যে, টিকা নেওয়া ব্যক্তিরা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারেন। এমনকি টিকা নেওয়া ব্যক্তিরাও এতে আক্রান্ত হতে পারেন।›
গবেষণায় অংশ নেওয়া ৬২১ জনের মধ্যে দেখা গেছে, ২০৫ জন পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে সংক্রমণ ঘটিয়েছেন এবং তারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন। আক্রান্তদের মধ্যে ৩৮ শতাংশ টিকা নেননি এবং ২৫ শতাংশ টিকা নিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন