বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অনুদানের সিনেমা জমা দেয়ার সময়মীমা বৃদ্ধি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

২০২১-২২ অর্থ বছরে চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য চিত্রনাট্য ও প্রস্তাবনা জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে। গত বৃহ¯পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সময় বাড়ানোর কথা বলা হয়েছে। করোনা মহামারির জন্য বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এ সময় বাড়ানো হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। গত ১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে চিত্রনাট্য জমা দেয়ার শেষ সময় ছিল ৩১ অক্টোবর। এই সময় বাড়িয়ে করা হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। সময় বাড়ানো হলেও চিত্রনাট্য ও প্রস্তাবনা জমা দেয়ার শর্তাবলী অপরিবর্তিত রয়েছে। প্রস্তাব জমাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্তগুলো হচ্ছে, শুধু বাংলাদেশের নাগরিকরা অনুদান প্রাপ্তির জন্য যোগ্য বিবেচিত হবেন। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের সকল শিল্পী/ কলাকুশলীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে বিশেষ ভূমিকায় অংশগ্রহণের জন্য যদি কোনো বিদেশি শিল্পী/ কলাকুশলীর প্রয়োজন হয় তাহলে মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ওই শিল্পী/ কলাকুশলী চলচ্চিত্রে অংশগ্রহণ করতে পারবেন। অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ অনুদানের প্রথম চেক প্রাপ্তির ৯ (নয়) মাসের মধ্যে এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাণ অনুদানের প্রথম চেক প্রাপ্তির ৬ (ছয়) মাসের মধ্যে সমাপ্ত করতে হবে। নির্মাণাধীন, সমাপ্ত বা মুক্তিপ্রাপ্ত কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য অনুদানের জন্য বিবেচিত হবে না। অনুদানে নির্মিত/ নির্মিতব্য চলচ্চিত্র মৌলিক নয় বলে প্রমাণিত হলে এবং চুক্তিনামার শর্তাবলী বরখেলাপ করলে প্রযোজক অনুদান হিসেবে গৃহীত সমুদয় অর্থ ও সেবার মূল্য রাষ্ট্রীয় কোষাগারে প্রচলিত সুদসহ ফেরত দিতে বাধ্য থাকবেন মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যা¤েপ অঙ্গীকারপত্রের মূল কপিসহ (১২ সেট ফটোকপি) আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। শর্ত খেলাপকারী সংশ্লিষ্ট প্রযোজকের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন