সিরাজগঞ্জ জেলায় কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপা আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে। আগাম জাতের ধানের পরিপুষ্ট সোনালি শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। ধান কাটার ব্যস্ততা বেড়েছে জেলার তাড়াশ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ সদর ও চলনবিল এলাকায় কৃষকদের। জেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খরার কারণে আমন চারা লাগাতে বিড়ম্বনার শিকার হলেও পরবর্তীতে আবহাওয়া অনকূলে থাকায় ধানের ভালো ফলনের আশা করছেন কৃষকরা। এছাড়াও গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি ও ধানের দাম ভাল থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষীরা।
উল্লাপাড়া উপজেলার কৃষক মো. আব্দুর রাজ্জাক বলেন, দুই বিঘা জমিতে আগাম জাতের আমন ধান আবাদ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। অগ্রীম ধান পাকায় কিছু ধান পাখি খেয়ে ফেলেছে। এছাড়াও ধানের কাঁচা আটি (খড়) এর দামে বেজায় খুশি আমরা। কৃষক আরও বলছেন, আগাম জাতের আমন ধান কেটে ওই জমিতে বাড়তি ফসল হিসাবে আলু, বেগুনসহ শীতকালীন সবজি ও সরিষা চাষ করতে পারবো। যা পরবর্তীকালে বোরো ধান চাষের অর্থের যোগান হবে আমাদের মতো কৃষকদের।তাই প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে আগাম জাতের রোপা আমন ধানের চাষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন