রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ঢাকার শেরেবাংলা নগর ও কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতাররা হলেন-মো. মিঠুন রহমান ওরফে মিঠু, সাকিব আল হাসান, মোহাম্মদ আব্দুস শুকুর সোহাগ, মোহাম্মদ জাবের ও মোহাম্মদ ওমর ফারুক। এ সময় তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ৭টি উগ্রবাদী বই জব্দ করা হয়েছে।
এটিইউ এসপি (মিডিয়া) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতাররা অনলাইনে উগ্রবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশে দীর্ঘ দিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেদের মধ্যে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল।
এ ছাড়া উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তৃতা অনলাইনে পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন