বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মৌলভী শিক্ষকদের নবম গ্রেডে কেন উন্নীত নয়

হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

দাখিল মাদরাসার সহকারী (মৌলভী) শিক্ষকদের নবম গ্রেডে উন্নীত করার কেন নির্দেশ দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সচিবসহ (এমপিও) সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করনে অ্যাডভোকেট মো. মহিউদ্দিন মহিম।

এর আগে গত ২৯ আগস্ট মো. মিজানুর রহমান, শহিদুল ইসলাম ও সুলতানুল ইসলামসহ পাবনার ৭ সহকারী মৌলভী শিক্ষক এ রিট করেন। অ্যাডভোকেট মহিউদ্দিন মহিম রিট সম্পর্কে বলেন, নিয়ম অনুযায়ী যেসব সহকারী মৌলভী শিক্ষক মাদরাসায় যোগদান করে ১৬ বছর পূর্ণ করেছেন, তাদের নবম গ্রেডে উন্নীত করার আদেশ দিতে হয়। সে হিসেবে শিক্ষকদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও দিতে হয়। কিন্তু রিটকারী এই সাত শিক্ষকের ক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে। তারা এখনো দশম গ্রেডে চাকরি করছেন। এই সাত শিক্ষকের মধ্যে অনেকেই ১৮ বছর বা তারও বেশি সময় ধরে চাকরিতে রয়েছেন। তারপরও তাদের নবম গ্রেডের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন