ব্রাজিলে সাও পাওলো রাজ্যের আলটিনোপোলিস শহর একটি গুহার ছাদ ধসের ঘটনায় ১৫ দমকল কর্মী নিখোঁজ রয়েছে। ওই দমকল কর্মীরা সেখানে প্রশিক্ষণের জন্য গিয়েছিল। স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
সাও পাওলো দমকল বাহিনীর পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, আলটিনোপোলিস শহরের একটি গুহায় ২৬ জন দমকল কর্মীদের একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আটজন নিরাপদে আছেন। বাকি তিনজনের হার ভেঙে গেছে এবং তাঁরা হাইপোথার্মিয়ায় ভুগছেন।
পুলিশ এবং উদ্ধারকারী দল নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, আলটিনোপোলিস শহর ব্রাজিলের একটি পর্যটন নগরী। এটি গুহার জন্য বিখ্যাত। সূত্র : এএফপি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন