ইনকিলাব ডেস্ক : এক দশকের মধ্যে ব্রিটেন ত্যাগ করবে স্কটল্যান্ড। এমনটা মনে করেন প্রায় অর্ধেক ব্রিটিশ। স্কাই নিউজের ডাটা পোলে বা জরিপে এমনটাই বলা হয়েছে। শতকরা ৪৯ ভাগ ব্রিটিশ মনে করেন আগামী ১০ বছরের মধ্যে স্কটল্যান্ড স্বাধীন হবে। অন্যদিকে এমনটা মনে করেন না শতকরা ৪৩ ভাগ ব্রিটিশ। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। অন্যদিকে ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিত তাহলে স্কটল্যান্ড স্বাধীনতা অর্জনের দিকে অগ্রসর হতো না এমনটা মনে করেন শতকরা ৭২ ভাগ বৃটিশ। অন্যদিকে শতকরা ২০ ভাগ মানুষ মনে করেন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দিলেও স্কটল্যান্ড স্বাধীনতার দিকে অগ্রসর হতো। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার পক্ষে ব্রেক্সিট নামের গণভোটের আগে চালানো এক জরিপেও এমনটা প্রতিফলিত হয়েছিল। এপ্রিল মাসে স্কাই ডাটা জরিপ চালানো হয়। তখন দেখা গিয়েছিল, ব্রিটেন যদি ইউরোপ ছেড়ে যায় তাহলে এক দশকের মধ্যে ব্রিটেন থেকে আলাদা হয়ে যাবে স্কটল্যান্ডÑ এমনটা মনে করেন ৫৪ ভাগ ব্রিটিশ। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দেয়া হলে তাদের আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন মত দিয়েছিলেন শতকরা ৩৪ ভাগ মানুষ। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যেও একই রকম মনোভাব প্রকাশ পেয়েছে। তারা মনে করেছেন ব্রিটেন যদি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যায় তাহলে স্কটল্যান্ড স্বাধীনতা অর্জনের পথে যাবে। এমনটা মনে করেননি শতকরা ৩৪ ভাগ মানুষ। তবে স্কটল্যান্ডে এমন জরিপের পক্ষ-বিপক্ষ প্রায় কাছাকাছি সমর্থন পাচ্ছে। সর্বশেষ এ নিয়ে জরিপ চালিয়েছে ইপসোস মোরি, সারভেশন, টিএনএস ও ইউগভ। স্কাই নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন