বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের বক্তব্য ‘রাজনৈতিক ও মিথ্যা’: চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৩:৪১ পিএম

করোনাভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার রিপোর্টকে প্রত্যাখ্যান করেছে চীন। তারা একে রাজনৈতিক ও মিথ্যা বলে অভিহিতি করেছে ও চীনকে আক্রমণ করে এমন কথা বলা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা সংক্রান্ত রিপোর্ট রিভিউ করার জন্য ৯০ দিনের সময় বেঁধে দেন। ওই পর্যালোচনার পূর্ণাঙ্গ সংস্করণ কয়েকদিন আগে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মন্তব্য করে।

যুক্তরাষ্ট্রের ওই রিপোর্টে বলা হয়, পশু থেকে মানবদেহে অথবা গবেষণাগার থেকে লিক হয়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে নতুন তথ্যপ্রমাণ ছাড়া গোয়েন্দা সংস্থাগুলো অধিক ন্যায়সঙ্গত রায় দিতে সক্ষম হবে না।

এর জবাবে বিবৃতি দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন। তিনি বলেছেন, আগস্টে এই রিপোর্টের যে সারমর্ম প্রকাশ করা হয়েছে, তাতে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার ঘোর বিরোধী চীন। সূত্র: এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন