শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর ব্যবস্থা নেয়া হবে -জেলা প্রশাসক

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৩:৪৪ পিএম

ভোলার দৌলতখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণবিধি ও আইনশৃঙ্খলা
বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার (বিপিএম,পিপিএম) মোহাম্মদ সাইফুল ইসলাম, বরিশাল আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন । অন্যদের মধ্যে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে দৌলতখানে ইউপি নির্বাচনকে ঘিরে কয়েকটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। এগুলোর তদন্ত চলছে। নির্বাচনী আচরণবিধি লঙগনের অপরাধে কয়েকজন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। অনুষ্ঠানে উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন