বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ট্রাস্ট ব্যাংকের ভল্ট ভাঙতে না পেরে আগুন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৭:৪৪ পিএম

নগরীতে বড়পোলে ট্রাস্ট ব্যাংকের হালিশহর শাখায় ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ব্যাংকের স্টোর রুমে নথিপত্রে আগুন ধরিয়ে দেয় চোরের দল। সোমবার রাত ২টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে ব্যাংকের কর্মকর্তারা অফিসে গিয়ে দেখেন, বিভিন্ন আসবাব ও নথিপত্র এলোমেলো অবস্থায় আছে। স্টোর রুমে বেশকিছু কাগজপত্র আগুনে পুড়ে গেছে।
ভবনের দোতলায় ব্যাংকের কার্যালয়ে চোর ঢুকেছিল। ওই ভবনের দোতলা বরাবর ১২ ইঞ্চি দূরত্বে আরেকটি ভবনের ছাদ আছে। সেই ছাদ থেকে ব্যাংকের টয়লেটের জানালার গ্রিল ফাঁক করে দু’জন সেখানে ঢোকেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ২টার দিকে দু’জন সেখানে প্রবেশ করেন। তারা বিভিন্ন টেবিলের ড্রয়ার খুলে কাগজপত্র উল্টে-পাল্টে দেখেন। টেবিলের ওপর থেকে নথিপত্র ফেলে দেন। এরপর স্টোররুমে প্রবেশ করে নথিপত্রে আগুন ধরিয়ে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন