শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইউনিয়ন পরিষদ নির্বাচন পরশুরামে ৩ ইউনিয়নে ১২৯ জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ৮:০৫ পিএম

নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরশুরাম উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বমোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তার মধ্যে মির্জানগর ইউনিয়নের ৫ জন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ভুট্টো, সাবেক মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আলি আকবর ভুইয়া, জেলা যুবলীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম ফারুখ,সাবেক ছাত্রলীগ নেতা এমরান মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল হোসেন।

সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১,২,৩ নং ওয়ার্ডে দুই জন। ৪,৫,৬ ওয়ার্ডে তিন জন ৭,৮,৯ ওয়ার্ডে তিন জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডে ৩ জন, ২ নং ওয়ার্ডে ৭ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫ নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন, ৮ নং ওয়ার্ডে ২জন, ৯নং ওয়ার্ডে ৪ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
চিথলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আলম মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১,২,৩ নং ওয়ার্ডে এক জন। ৪,৫,৬ ওয়ার্ডে দুই জন ৭,৮,৯ ওয়ার্ডে তিনজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সাধারণ ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ডে ২ জন, ২ নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫ নং ওয়ার্ডে ৩ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন,৭নং ওয়ার্ডে ২ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন, ৯নং ওয়ার্ডে ২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বক্সমাহমুদ ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল গফুর ভুইয়া, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি (স্বতন্ত্র ) প্রার্থী জাকির হোসেন চৌধুরী, (স্বতন্ত্র ) প্রার্থী কামাল হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১,২,৩ নং ওয়ার্ডে তিন জন। ৪,৫,৬ নং ওয়ার্ডে দুই জন ৭,৮,৯ নং ওয়ার্ডে চার জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সাধারণ ওয়াডের্র মধ্যে ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ৮ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪ নং ওয়ার্ডে ৪ জন,.৫ নং ওয়ার্ডে ৩ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭ নং ওয়ার্ডে ৫ জন, ৮ নং ওয়ার্ডে ৬ জন, ৯নং ওয়ার্ডে ২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো সাইফুল ইসলাম জানান, অনেকটা উৎসব মূখর পরিবেশে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্ধারিত তারিখে যাচাই বাচাই শেষে মনোনয়ন প্রত্যাহারের শেষে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্ব দেয়া হবে। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
পরশুরাম থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন জানান, নির্বাচন কার্যালয় ছাড়াও নির্বাচনী এলাকায় পুলিশ সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোন বাধা কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন