শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জলের গানকে নিয়ে সচেতনতামূলক বিজ্ঞাপন নির্মাণ করলেন আফজাল হোসেন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দীর্ঘদিন পর বিজ্ঞাপন নির্মণ করলেন প্রখ্যাত অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। ‘নিরাপদ ইশকুলে ফিরি’ ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতা বাড়াতে কাজ করছে সেভ দ্য চিলড্রেন। এর অংশ হিসেবে ‘স্কুলের ঘন্টা বাজেরে’ শিরোনামে একটি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ করেছেন আফজাল। বিজ্ঞাপনটিতে করোনার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর বিভিন্ন বার্তা গানের তালে তালে পরিবেশন করেছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’। বিজ্ঞাপনচিত্রে গানটি যেমন গেয়েছে জলের গান, তেমনি দারুন উৎসাহ উদ্দীপনার সাথে কেরানীগঞ্জের শাক্তা সরকারী উচ্চ বিদ্যালয়ের একঝাক ছেলেমেয়েদের সাথে অভিনয়ও করেছে দলটি। জলের গানের সাথে অভিনয় করে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা মেতে উঠেছিল এক অন্যরকম আনন্দে। ঘরবন্দী শিশুরা যেন মনের আনন্দে করোনা সচেতনতা মেনে স্কুল করতে পারে, এ জন্য বিজ্ঞাপনটিতে গানের কথা লেখা হয়েছে শিশুদের মতই সহজ করে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছে স্বনামধন্য বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’ এবং নির্দেশক হিসেবে কাজ করেছেন এর ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন। দীর্ঘ ৩৭ বছর ধরে বাংলাদেশের বিজ্ঞাপন শিল্পে সাফল্যের সাথে মাত্রার পদচারণা অব্যাহত রয়েছে। শুধু পণ্যের প্রচারের বিজ্ঞাপনই নয়, সামাজিক সচেতনতামূলক প্রচারণায় বরাবরই মাত্রা যোগ করেছে এক ভিন্ন মাত্রা। মাত্রা’র পরিকল্পনায় এইডস নির্মূলে ‘বাঁচতে হলে জানতে হবে’ ক্যাম্পেইন (২০০৪-২০১৫) আজও দেশের অন্যতম সেরা ক্যাম্পেইন হিসেবে স্বীকৃত। এছাড়াও মানুষের জন্য ফাউন্ডেশনের ‘মর্যাদায় গড়ি সমতা’, ডা” বাংলা ব্যাংকসহ আরো অসংখ্য সামাজিক দায়বদ্ধতামূলক ক্যাম্পেইনে মাত্রা যুক্ত হয়েছে। সেই ধারাবাহিকতায় মাত্রা যুক্ত হয়েছে সেভ দ্য চিলড্রেন-এর নিরাপদ ইশকুলে ফিরি ক্যাম্পেইনের সাথে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন