শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাবেক ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলা তিনজনের ফাঁসি হাইকোর্টে বহাল

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় নি¤œ আদালতের দেয়া তিন আসামির ফাঁসি এবং দুইজনের যাবজ্জীবন দ- বহাল রেখেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত তিন আসামি হলেন, মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ ওরফে অভি এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দাল। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যার্টর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ, মোহাম্মদ আলী ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাসনা বেগম। আট বছর পর আসামিদের আপিল খারিজ করে হাইকোর্ট নি¤œ আদালতের রায়ই বহাল রেখেছেন। পাঁচ আসামির সবাই বর্তমানে কারাগারে রয়েছেন। আদেশের পরে তাদের আইনজীবী মোহাম্মদ আলী বলেন, আমরা রায়ের অনুলিপি পেলে সর্বোচ্চ আদালতে আপিল করব। মামলার বিবরণ থেকে জানা যায়, সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী গ্রেনেড হামলার মুখে পড়েন। ঘটনাস্থলে পুলিশের সহকারী উপ-পরিদর্শক কামাল উদ্দিন নিহত হন। পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি মারা যান হাসপাতালে। এছাড়াও সিটেলের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন ওই ঘটনায় আহত হন। পুলিশ ওই দিনই সিলেট কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করে। ২০০৭ সালের ৭ জুন তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সামীম মো. আফজাল তিনজনকে মৃত্যুদ- ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদ- দেন। ওই রায়ের পর ২০০৮ সালে আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে শুনানির জন্য আসে। ২০০৯ সালে আসামিরা আপিল করেন। চলতি বছরের ৬ জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়। নয় দিন শুনানির পর ৩ ফেব্রুয়ারি আদালত রায়ের দিন ঠিক করে দেন। গতকাল আদালত এ রায় ঘোষণা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন