শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

খায়রুল বাশার-চমকের ‘অবশেষে একা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১:৫৫ পিএম

‘অবশেষে একা’ শিরোনামে একটি নাটকে জুটি বাঁধলেন বর্তমান সময়ের টিভি নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী খায়রুল বাসার ও রোকাইয়া জাহান চমক। লিমন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সম্প্রতি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করা অভিনেতা নিকুল কুমার মন্ডল। জানা গেছে, অক্টোবরের ২৪ ও ২৫ তারিখে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।

পরিচালক নিকুল কুমার মণ্ডল বলেন, ‘‘আমি ক্যারিয়ারের প্রথম নাটকটি নির্মাণ করেছিলাম প্রেম, কবিতা ও দর্শনকে একসঙ্গে করে। আমি বিশ্বাস করি, দর্শক দিনশেষে জীবনের নান বোধগুলোই মনে ধরে রাখে। সেই ভাবনা থেকে ‘অবশেষে একা’ বানিয়েছি। এখানে দুর্দান্ত প্রেম ও সেই প্রেম নিয়ে করুণ পরিস্থিতির মুখে পড়ে যাওয়া দুই নর-নারীর গল্প এখানে উঠে আসবে।’’ তিনি আরও বলেন, ‘খুব দারুণ অভিনয় করেছেন খায়রুল বাশার ও চমক। আমার পুরো টিমের কাছেও আমি কৃতজ্ঞ। তাদের সম্মিলিত সহযোগিতাই নাটকটিকে পূর্ণতা দিয়েছে। দর্শকদের ভালো লাগলেই কষ্ট সার্থক হবে।’

উল্লেখ্য, সম্প্রতি প্রচার হয়েছে নিকুল কুমার মণ্ডল পরিচালিত প্রথম নাটক ‘নুরুলের শেষের কবিতা’। নাটকটি বেশ প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। সেই ধারাবাহিকতাতেই তিনি এবার নির্মাণ করলেন ‘অবশেষে একা’ নামের এই নতুন নাটক। দুটো নাটকই রচনা করেছেন সাংবাদিক লিমন আহমেদ।

‘অবশেষে একা’ নাটকে কাজ করা প্রসঙ্গে খায়রুল বাশার বলেন, ‘সময়ের স্রোতের চেয়ে একটু ভিন্ন ঘরানার গল্পের নাটক ‘অবশেষে একা’। প্রেম আছে, কমেডি ভরা সংলাপ আছে, বাস্তবতার বোধগুলোও সূক্ষ্মভাবে ফুটে উঠেছে এখানে। চমকের সঙ্গে জুটি হয়ে নিকুল দা’র পরিচালনা উপভোগ করেছি। আশা করছি দর্শকের মন ছুঁয়ে যাবে নাটকটি। ’

নাটকে কাজ করার অভিজ্ঞতা জানিয়ে রোকাইয়া জাহান চমক বলেন, ‘বেশ উপভোগ্য একটি গল্প ও চরিত্র। অভিনয়ের অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী চরিত্রটি ফুটিয়ে তুলতে। নাটক ও আমার চরিত্রটি দর্শকের মনে দাগ কাটলেই তৃপ্তি পাবো।’

নিকুল কুমার মণ্ডল সূত্রে জানা গেছে, সাহেদ চৌধুরী প্রযোজিত নাটকটি খুব শিগগিরই দেশের জনপ্রিয় কোনও টিভি চ্যানেলে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন