বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় আওয়ামী লীগের ৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

সাত | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৩:১৭ পিএম

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে অংশগ্রহণ করায় সাতক্ষীরা সদর উপজেলার নয় নেতা-কর্মীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন, সদর উপজেলার কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম, বাশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দীন ইসলাম পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজনুর রহমান মালি ও ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান।

বহিষ্কারাদেশে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন