বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কথার চেয়ে কাজ করে দেখানোই বেশি ফলপ্রসূ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:১০ এএম

আবহাওয়া সম্মেলন (কপ-২৬) অংশ না নেয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছে চীন। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন, ‘কথার চেয়ে কাজ করে দেখানোটাই বেশি ফলপ্রসূ।’ মঙ্গলবার কপ-২৬ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট শি জিন পিংয়ের কঠোর সমালোচনা করে বলেন, ‘গুরুত্বপূর্ণ এমন একটি সম্মেলনে অংশ না নিয়ে চীনের প্রেসিডেন্ট মারাত্মক ভুল করেছেন।’ চীন বিশ্বে সেবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ। ওয়েনবিন বলেন, ‘আবহাওয়া পরিবর্তন মোকাবিলার জন্য আমাদের ফাঁকা বুলির চেয়ে শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মার্কিনিদের এমন পদক্ষেপের ফলে আবহাওয়ার বৈশ্বিক নিয়ন্ত্রণ ও প্যারিস চুক্তির বাস্তবায়ন ক্ষতির মুখে পড়েছে।’ প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসারও সমালোচনা করেন ওয়েনিবিন। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন