শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরগঞ্জে যাচাই-বাছাইয়ে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ৯:৩৩ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৃহস্পতিবার বিভিন্ন কারণে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদে ৬ জন। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

তফসিল অনুযায়ী ২ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন বিকাল ৫টা পর্যন্ত ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৪ জন, সংরক্ষিত সদস্য পদে ২২০ জন ও সাধারণ সদস্য পদে ৫৭১ জন মনোনয়নপত্র দাখিল করে। এরমধ্যে চেয়ারম্যান পদে বামনডাঙ্গা ইউনিয়নে ৯ জন, সোনারায় ৫ জন, তারাপুরে ৬, বেলকায় ৪, দহবন্দ ৪, সর্বানন্দে ৯, রামজীবন ১০, ধোপাডাঙ্গায় ৮, ছাপড়হাটীতে ১০, শান্তিরামে ১৩, কঞ্চিবাড়ীতে ৮, শ্রীপুরে ১০ ও কাপাসিয়া ইউনিয়নে ৮ জন প্রার্থী। চেয়ারম্যান পদে শুধু বামনডাঙ্গা ইউনিয়নে ১ জন বাতিল হওয়ায় প্রার্থী সংখ্যা এখন ১০৩ জন। ১৩ ইউনিয়নে চেয়ারম্যান আ’লীগের ১৩ জন, জাতীয় পার্টির ১১ জন, কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন প্রার্থীসহ ২৭ জন দলীয়ভাবে মনোনয়নপত্র দাখিল করেন। বাকী ৭৬ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখন প্রার্থী সংখ্যা ২১৮ জন। সাধারণ সদস্য পদে ৬ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এখন প্রার্থী সংখ্যা ৫৬৫ জন। বর্তমানে চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনী মাঠে মোট ৮৮৬ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর। ভোট গ্রহণ ২৮ নভেম্বর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন