শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মিনাবাজারের বিরুদ্ধে মামলা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:০৮ এএম

মোড়কজাতকরণ সনদ ছাড়াই পণ্য বিক্রি ও বাজারজাত করার অপরাধে সুপারশপ মিনা বাজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট এ মামলা দায়ের করে। এ সময় মিনা বাজারের ওই শাখায় জিরা, গরম মশলা, মুগ ডাল, মসুর ডাল, ধনিয়াসহ বেশকিছু পণ্য মোড়কজাতকরণ করে বিক্রি হলেও সেগুলোর জন্য বাধ্যতামূলক সনদ পাওয়া যায়নি।

এ কারণে বনশ্রী এলাকায় অবস্থিত ওই সুপারশপটির ওই শাখাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ওই ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) শাহজাহান অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন