শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জেনে নিন বিশ্বকাপে হোয়াইটওয়াশ হয়েও কত টাকা পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১০:৩৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে প্রত্যাশার ফাঁকা বেলুন উপহার দিলেন সৌম্য-লিটনরা। বিশ্বকাপের বাছাই পর্বের বাধা পেরোনো বাংলাদেশ মূলপর্বে পাঁচ ম্যাচের একটিতেও জয় ছিনিয়ে নিতে পারেনি।
 
চূড়ান্ত পর্বে টাইগাররা হেরে যায় শ্রীলংকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপের মতো বড় আসরে রীতিমতো হোয়াইটওয়াশ হলো টাইগাররা।
 
প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও খালি হাতে দেশে ফিরতে হচ্ছে না বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসর শুরুর আগে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করে। 
 
যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার আর রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার। এর বাইরে প্রতিটি বিজয়ী দলের জন্যও থাকছে অর্থ বরাদ্দ।
 
বাছাই পর্বে দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ে চূড়ান্ত পর্বে ওঠে বাংলাদেশ।  প্রথম রাউন্ডের দুই জয়ের প্রতিটির জন্য ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার পাবে টাইগররা। 
 
এছাড়া সুপার টুয়েলভে খেলার টিকিট পাওয়ায় আরও ৭০ হাজার ডলার দেওয়া হবে বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Parvez ৫ নভেম্বর, ২০২১, ৬:১৪ এএম says : 0
হারলেও কোটি টাকা ! এমন মধুর হার বার বার পেতে বাংলাদেশ টীম নিশ্চয় পিছিয়ে থাকবে না।
Total Reply(0)
Muradul Alam ৬ নভেম্বর, ২০২১, ১২:১৩ এএম says : 0
I love Cricket
Total Reply(0)
আঃহালিম ৬ নভেম্বর, ২০২১, ১০:২৮ এএম says : 0
বাছাই পর্বে বাদ পড়লে তো আমাদের এর চেয়ে বেশি টাকা বেঁচে যেতো
Total Reply(0)
আঃহালিম ৬ নভেম্বর, ২০২১, ১০:৩০ এএম says : 0
বাছাই পর্বে বাদ পড়লে তো আমাদের এর চেয়ে বেশি টাকা বেঁচে যেতো
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন