শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অস্কারে যাবে গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২১, ১২:৪০ পিএম

অস্কারের ৯৪তম আসরে সাধারণ বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজী সিনেমা ‘দ্য গ্রেভ’। প্রথমবার বাংলাদেশের কোন সিনেমা এই বিভাগে প্রতিযোগিতা করবে বলে জানান এর নির্মাতা গাজী রাকায়েত। সরকারি অনুদানের নির্মিত ‘দ্য গ্রেভ’ পরিচালনার পাশাপাশি এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

‘দ্য গ্রেভ’-এর অস্কারে অংশ নেওয়া প্রসঙ্গে গাজী রাকায়েত গণমাধ্যমকে বলেন, ‘একসঙ্গে বাংলাদেশের দুটো চলচ্চিত্র অস্কারে যাচ্ছে এটি উল্লেখযোগ্য ঘটনা। এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে ভবিষ্যৎ চলচ্চিত্রের দ্বার উন্মুক্ত হলো। আমার বিশ্বাস, আগামীতে বাংলাদেশের আরও ভালো ভালো চলচ্চিত্র ও নির্মাতা আসবে। এটি তরুণ ও ভবিষ্যৎ নির্মাতাদের অনুপ্রাণিত করবে বলে মনে করছি।’

উল্লেখ্য, আজমেরী হক বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ অস্কারের এবারের আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষার প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে। প্রতি বছরের মতো এবারও ৯৪তম অস্কার আসরের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত চলচ্চিত্র বাছাই কমিটি ‘রেহানা মরিয়ম নূর’ পাঠিয়েছে। বাংলাদেশ থেকে একসঙ্গে দুটি সিনেমা অস্কারে যাবার ঘটনা এবারই প্রথম।

‘দ্য গ্রেভ’ এর বাংলা নাম ‘গোর’। এটি মুক্তির সময় জানানো হয়েছিল, আন্তর্জাতিকভাবেও সিনেমাটি মুক্তি পাবে। সেই চিন্তা থেকেই দুই ভাষায় নির্মাণ করা হয়েছিল সিনেমাটি। যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটো ডিজিটাল প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে এটি। সিনেমাটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মামুনুর রশীদ, আশিউল ইসলাম, গাজী আমাতুন নূর, এ কে আজাদ সেতু, দ্বীপান্বিতা মার্টিন, মৌসুমি হামিদ, সুষমা সরকার, দিলারা জামান, এস এম মহসিন, শামীম তুষ্টি ও কাজী আনিসুল হক বরুণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন