প্র : কিবলার দিক জানার কি কি নিদর্শন রয়েছে?
উ : শহর-নগর ও জনপদে মসজিদ আর সাগর-নদী, ময়দান বা বন-জঙ্গলের ক্ষেত্রে, চন্দ্র-সূর্য ও তারকা দেখে কিবলা ঠিক করতে হবে। বর্তমানে প্রচলিত কম্পাস বা দিক নির্ণয় যন্ত্রের সাহায্যেও কিবলাহ ঠিক করা যায়।
প্র : যেখানে কিবলা জানার কোন আলামত নেই সেখানে কি করতে হবে?
উ : গভীরভাবে চিন্তা করে যেদিকে মন সায় দিকে, সেদিকে ফিরে নামায আদায় করে ফেলতে হবে।
প্র : যদি চার দিকেই কিবলা হতে পারে বলে কারো মন সাক্ষ্য দেয়, সে কি করবে?
উ : সব দিকে ফিরেই একবার একবার নামায আদায় করবে।
প্র : এক ব্যক্তি রেল, স্টিমার বা লঞ্চে কিবলামুখী হয়ে নামায শুরু করলো, এরপর নামাযের মধ্যেই রেল, স্টিমার বা লঞ্চটির গতি কিবলার দিক হতে অন্য কোন দিকে ফিরে গেলো, এক্ষেত্রে নামাযরত ব্যক্তি কি করবে?
উ : এই নামাযী ব্যক্তি নামাযের ভিতরেই ধীরে ধীরে কিবলার দিকে ফিরে দাঁড়াবে।
কিবলার যাবতীয় আহকাম, নামাযে জানাযাহ এবং সিজদায়ে তেলাওয়াতের ক্ষেত্রেও প্রযোজ্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন