শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

১৫ কোম্পানির লেনদেন ব্লক মার্কেটে

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বøক মার্কেটে ১৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে গত সপ্তাহে। কোম্পানিগুলো মোট ২২ লাখ ৯৩ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৯৬ লাখ টাকা। বøক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ দেশ গার্মেন্টস, ইসলামী ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, বেক্সিমকো ফার্মা, লিন্ডেবিডি, এমজেএলবিডি, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, হাইডেলবার্গ সিমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ইসলামী ব্যাংক লিমিটেড। এই ব্যাংক ১০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা। ব্যাংক এশিয়া ২ লাখ ২১ হাজার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩৯ লাখ ৮০ হাজার টাকা। ওয়ান ব্যাংক ও কেয়া কসমেটিকস ২ লাখ শেয়ার লেনদেন করে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। ওয়ান ব্যাংক ৩০ লাখ টাকার ও কেয়া কসমেটিকস ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন