শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় পরিবহণ ধর্মঘটের তৃতীয় দিনে ভোগান্তি চরমে

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২১, ৫:৪৭ পিএম

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে সারাদেশে চলছে পরিবহণ ধর্মঘট। আজ রোববার ধর্মঘটের তৃতীয় দিনে খুলনায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। খুলনা বিভাগীয় বাস টার্মিনাল (সোনাডাঙ্গা বাস টার্মিনাল) থেকে দূর পাল্লার কোনো পরিবহণ চলাচল করেনি। ছোট ছোট রুটে হাতে গোনা কিছু বাস-মিনিবাস চলেছে। তবে ভাড়া নেয়া হয়েছে দ্বিগুন। এ নিয়ে যাত্রীদের সাথে বাস ড্রাইভার, হেলপার, কন্ট্রাকটরদের বচসা হতে দেখা গেছে। পরিবহণ বন্ধের সুযোগে থ্রি হুইলারগুলো তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে। খুলনা থেকে পণ্য পরিবহণের ট্রাক কাভার্ড ভ্যান বন্ধ রয়েছে। স্থানীয়রা ব্যবসায়ীরা আশংকা করছেন, ধর্মঘট অব্যহত থাকলে ৩-৪ দিনের মধ্যে বাজারে সবধরণের পণ্যের মূল্য বেড়ে যাবে। শনিবার রাত থেকে খুলনা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সার্বিকভাবে ধর্মঘটের কারণে চরম বিড়ম্বনায় রয়েছে সাধারণ মানুষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন