স্কুল শিক্ষিকা স্ত্রীকে খুনের দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। দণ্ডিত রিন্টু বড়ুয়া (৪১) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী বড়ুয়াপাড়া এলাকার কমল বরণ বড়ুয়ার ছেলে। তিনি বর্তমানে হাজতে রয়েছেন।
অতিরিক্ত পিপি লোকমান হোসেন জানান, ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি রিন্টু ও রুমি বড়ুয়ার বিয়ে হয়। রুমি বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। বান্দরবানে তিনি একটি জায়গা কিনেছিলেন। বিয়ের পর রিন্টু ওই জায়গা তার নামে লিখে দেওয়ার জন্য স্ত্রীকে বারবার চাপ দেন।
স্ত্রী রাজি না হওয়ায় ২০১৭ সালের ১৩ আগস্ট রাতে রুমিকে রাঙ্গুনিয়ায় নিজবাড়ির ছাদে বেড়াতে নিয়ে যান রিন্টু। সেখানে রুমিকে মোবাইলে গেম খেলতে দিয়ে পেছন থেকে ছুরি মেরে হত্যা করে। পরদিন ১৪ আগস্ট রুমির ভাই মনোজ কান্তি বড়ুয়া বাদি হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন