রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নিরুত্তাপ ম্যাচে তানভীর ঝলক

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম থেকে : বিসিবি একাদশের ২৯৪’র জবাব দিতে যেয়ে ২৫৬ তে শেষ ইংল্যান্ড। তারপরও দু’দিনের ম্যাচ খেলতে পেরেই ভীষণ খুশি সফরকারী দলটি। যে বেন স্টোকস প্রথম ওয়ানডে ম্যাচে তামীমের সঙ্গে মেলাতে চাননি হাত, উল্টো তামীমের বাড়িয়ে দেয়া হাতকে করেছেন প্রত্যাখ্যান, করেছেন বচসাÑ সেই স্টোকস গতকাল ম্যাচ শেষে প্রাণবন্ত। ম্যাচ শেষে ফুটবল নিয়ে মেতে উঠে নিজেদের ফুরফুরে ভাবই করেছে প্রকাশ ইংল্যান্ড দল। যে ম্যাচে বিসিবি একাদশের চার ক্রিকেটার ছিলেন নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের পরীক্ষার মুখে। তাদের পারফরমেন্সকে ছাপিয়ে গেছেন ওপেনার মজিদ (১০৬) এবং লেগ স্পিনার তানভীর (৪/৫৩)। তবে ইংল্যান্ড দল টেস্টে একজন ওপেনারের সন্ধানে। টেস্ট সিরিজকে সামনে রেখে সেই পরীক্ষাটা ভালই দিয়েছেন ২ তরুণ ওপেনার হাসিব হামিদ (৫৭) এবং বেন ডাকেট (৬০)। টেস্টে ইনিংস গড়তে হয় ধীরে ধীরেÑ সেই ধীরে চলো নীতিতে প্রথম সেশন স্বাচ্ছন্দ্যে পার করেছেন এই জুটি। লাঞ্চের আগে অবিচ্ছিন্ন ছিলেন তারা ৯৭ রানে। লাঞ্চের আগেই ফিফটি পূর্ণ করেছেন ডাকেট (৬০)। তবে আর আসেননি ব্যাটিংয়ে। তবে ৪ ঘন্টা ২২ মিনিট ব্যাটিংয়ে ৫৭ রানে টেস্ট মেজাজের ব্যকরন জানিয়ে দিয়েছেন হাসিব হামিদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন